আর কত ভাসবো বল ভালবেসে আঁখি জলে ,
মিছে প্রেম রইল মিছে তুমিই শুধু গেলে চলে।
হৃদ কমলে সুবাস ছিলো
জল বিনে শুকিয়ে গেলো-
পোড়া মন কাঁদলে কি আর তোমার ব্যথা যাই ভুলে?
কিশোর কালে তোমার রূপে পুড়িয়েছি আঁখি দু'খান,
নষ্ট প্রেমের মিষ্টি কথায় ভরা ছিল মন প্রাণ।
তবু জ্বালা মিটলো নারে
ডুবে গেছি পাষাণ ভারে-
প্রেমের ফাঁদে ফেঁসে গিয়ে লাভ কী বল কাঁদলে?
মেয়ে তোমার ভুবন হাসি আমার মনে লেগে আছে,
আজো তোমার চপল চরণ যেন বুকের মধ্যি বাজে।
পরাণে পরান মিশাই দিলে
বুঝি এমন করে মশাল জ্বলে-
ভুলে থাকা জমা ব্যথা দীর্ঘশ্বাসে উঠে দুলে দুলে।
কেন তারে মনে করে বারে বারে ফেলি দীর্ঘশ্বাস,
ঘর ছাড়া বিবাগী হয়ে করলাম নিজের সর্বনাশ।
কাঁদি কেবল মনে করে
বুঝি আমার জগত সংসারে-
সকল দুঃখ সারা হবে মোহের বাঁধন খুলে গেলে ?