সোহাগী, আমি নীল পদ্ম খুজে পাই তোমার চোখে;-
কালো শীতল ওই চোখে কী গভীরতা,
তোমার নদীর মতো! তলহীন অতল তৃষ্ণা যেন।
ভরা ফসলের ক্ষেতের মতো তোমার দেহ,  
সবুজের ছবি আকে;  বিস্তৃর্ণ মরুর বুকে।
আলেক লতার ঘ্রাণ পাই তোমার সর্বাঙ্গে!
মাধবীলতা! তুমিও ছুয়েছো তারে, সমস্তটুকু!
তুমিও ভিজেছো তাঁর প্রেমের ঊষ্ণ সে ধারায়।
আমি কতকাল ভিজিনি জানো?  ওই ধারায়;
অপেক্ষায় অপেক্ষায় আমি আজ উন্মাদ, অধীর।
কি অমোঘ তৃষ্ণা নিয়ে জড়ায় ধরি! মনে হয়;-
সারাক্ষণ ডুবে থাকি প্রেমের অনিন্দ্য সরোবরে!
বুকের ভেতর বান ডাকে! সুনামির প্রলয় নামে!

সোহাগী! আরো এক জীবন অপেক্ষা করে যাবো,
তোমাকে পাবার! আরো একবারো ব্যাথা পাও তুমি!
আমার দারুণ উন্মাদ প্রেমের! তোমার বিনিদ্র রাত
কাটুক, আমার দেওয়া মধুর ব্যাথা সয়ে, সয়ে!