কত দিন গিয়েছে চলে,
তবুও অদ্ভুত সে প্রেমের নেশা যেতেছে বেড়ে
তোমার কামনায় রাঙা ঠোঁট, কোমল বাহু আর;
শরীরের নরম নরম উষ্ণতা হটাৎ আমারে-
নিয়ে যায় সেই সব দিনে!
যেখানে শুধু তুমি আর আমি বুদ হয়ে আছি ;-
প্রণয়ের প্রবল নেশায়।
আজো কি সেই তৃষ্ণা জাগে অই নদীর গভিরে?
আজো ত ফোটে শিমুল, তেমনি লাল!
আজো সে হাসের দল হেলেঞ্চার বনে খেলা করে!
আজো আমি হেটে চলি সেই সব পথ একেলা আবার,-
তোমার গন্ধ খুজে।
বাদাবনে কেওড়ার ঘন ডালে এখনো কেওড়া ফলে,
ভাটায় ফিরে পাওয়া চর তোমার চরণ চিহ্ন হীন!
জোয়ার আসে ফিরে উতলা হৃদয়ে,।
লোনা জল যেন কামনার সঙ্গী হয় নিত্য আমার,
গভীর মায়ায় ডুবে যায় সেই সব দিনের স্মৃতি!
সব তৃষা মরে যায়, সব দেহ হয় ক্ষয়,
তবুও কোন এক প্রেমের আস্বাদ অনন্তে অক্ষয় হয়ে রয়!