কত সংকোচ দ্বিধা ভয়
কত বিচ্ছেদ বেদনা ক্ষয়
দিনান্তে রুপোলী জোস্নায়
এ চিত্ত কতই বিচিত্র ময়।
হেথা কত আশা চির দুরাশা
কত স্বপ্ন আধো ভাসা ভাসা
অব্যক্ত কথা অসমাপ্ত ভাষা
জীবন এখানে অদ্ভুত নেশা।
দুখানি চরণ ভেজা বর্ষায়
আলতার রঙ যদি ধুয়ে যায়
চেনা মানুষে অচেনা হৃদয়
পুরাতন স্মৃতি ব্যাথায় ভরায়।
অস্ফুট গোপন গহীনের ব্যাথা
চিরকাল ধরে জেগে থাকে তা
অনন্ত বিষ্ময় ছড়াই বারতা
স্নিগ্ধ সুভাসিত প্রেমের কথা।