কোন একদিন সন্ধ্যায় দু'জনে ভেসে রবো রুপসায় ,
সাদা মেঘ বিছাক চাদর দিগন্তের গায়;
রুপালি আকাশ চুমু খাক আলতা রাঙা পায়।
তোমার হাতের আঙুল ভরে থাকুক আমার আঙুলে,
রবোনা আমি, নীড়ে ফেরা পাখিদের দলে।
ফিরিবোনা কোনদিন তোমারে ছেড়ে,
অব্যাক্ত পাষাণ শহরে;
তোমারে পাবার পিপাসা বুকে করে জন্ম জন্মান্তরে, -
ঘুরেছি আমি পৃথিবীর পথে প্রান্তরে।
ঘর বেধে রয়ে যাবো নরম কোমল পৃথিবীর এক কোনে,
হৃদয়ের গহীনে কোন একখানে।

রুপোলী চাঁদের বিছানো আলোয় স্নিগ্ধ বনানীর কোল!
ঘুমের ভেতর বাস করি, ধোয়াশার মতো এ হৃদয়ে,
কি যে প্রগাঢ় প্রণয় ভীড় করে ভীষণ রকম!

একদিন হয়ত সন্ধ্যা হবে দিনান্তের শেষে,
ব্যাস্ত মানুষেরা ফিরিবে অন্ধকারে আপন ঠিকানায়।
সংসার সাজায়ে কেহ বসে থেকে অপেক্ষায়;-
ক্লান্ত হয়ে!
তারপর একদিন শান্ত চিলের মতো উড়ে যায়,
দিগন্তের গায়, হলুদ মেঘের দলের কাছে।
জানিনা হাজার বছর ধরে কোথায় সে ছিলো?
আমাদের অনাগত সভ্যতার ভীড়ের ভেতর।