কোনো একদিন নারিকেল পাতার ফাঁকে
বড়ো চাঁদ, থালার মতোন অপলক চেয়ে থাকে -
পৃথিবীর পরে; খোলপেটুয়া নদিটির তীরে
যেখানে নদীর চরা রুপালি রঙের।
যখন দাঁড়ায় ছিলাম বিস্ময়ে ; কতোকাল ধরে,
দেখি সে চেয়ে আছে অন্ধকারে ।
খুজে ফেরে কারে ;-
যদি পায় এ জনমে কোনও একদিন, তার নাইকারে-
বলিবে সে নিবিড় গোপন ব্যাথা; হৃদয়ে যা জমে আছে বহুকাল ধরে।
তবুও রোজ আসে সে এই আশা নিয়ে।
নরম ধানের আলে চোখ রেখে; অলক্ষে
রুপালি আলোয় খুজে ফেরে
যারা আর আসবেনা ফিরে-
সেই সব মানুষেরে।
অই সব পায়ে হাটা পথ, যেখানে আজ আর কেউ হাটে না ।
মানুষের কত আশা এই হাঁটে হয়েছে সদাই।
যখন আমার সাথে দেখা হলো তার- নিবিড় শান্ত চোখে
গিয়েছিল বলে- তুমিও আমার মতো মাঝ রাতে আজও-
কারে খোঁজো?
সহস্র নক্ষত্র মাঝে।
মানুষ হারায় যদি; কেন ভালবাসে?