কোন এক শূন্যতা বাস করে হৃদয়ের গভীরে,
জানি সব প্রেম ছেড়ে যায় হৃদয় শুন্য করে;
আরো দূরে, সহস্র কোটি আলোক বর্ষে যার ব্যবধান -
বেড়ে চলে শুধুই বিস্তর। এক নিকষ কালো প্রগাঢ় অন্ধকারে,
মুহূর্তে রচনা করে অচেনা জগত।
যে নক্ষত্র ক্ষনিকের তরে বেচে থাকে, আলো দেয়;
আমি তার বালুচরে ঘর তুলি, চেয়ে থাকি প্রেয়সীর প্রতীক্ষায়।
অনন্ত বিস্তৃত কোটি নীহারিকা- তারি কোন এক কোনে,
ফেলে আসা সেই আজন্ম বিরহী প্রেমিকারে কে জানে!
তাই বুঝি জন্ম থেকে বয়ে চলা বিরহী হৃদয়, জেগে রয়,
অদৃশ্য আধারে কান পেতে!
অচেনা জগত হতে যদি ভেসে আসে,
ধরা দেয় পৃথিবীর পর যারে আমি খুঁজে পাই, -
নিত্য নিতি স্বপ্নের ভেতর। এক অলীক বাস্তবে মানুষের রুপে
যে নারীর প্রেম মেখে ভুলে থাকি অনন্ত জন্মের দুখ;-
অজস্র লক্ষ নারী ব্রক্ষ্মান্ডব্যাপী প্রত্যহ করায় তারা প্রেমিকের সুখ।