কী স্নিগ্ধ, কী উষ্ণ, কী গভীর তোমার চোখ!
এত প্রেম, এত মায়া যেন ছেয়ে আছে তিন লোক।
ভালোবেসে তোমার চুলের ভেতর পথ ভুলে,
গঙ্গার মতো ঘুরে ঘুরে মরি, সেই ভালো!
ঘুরে মরি যদি পঞ্চবটি বনে তোমার হাতধরে ,
সবরি, যমুনা কিম্বা রুপসার তীরে।
তোমার অপেক্ষা করে আমার একজন্ম কেটেছে
পৃথিবীর পরে বিপুল শুন্যতা নিয়ে;
ক্লান্ত বিষন্ন আমারে বয়ে বয়ে-
যখন সব কিছু ধুসর রকম গেছে ক্ষয়ে,
তোমারে পেয়েছি আমি সেই ঠিক সেই ক্ষনে, এই হৃদয়ে!
অনেক তৃষ্ণা বুকে চাতকের মতন,-
নিবীড় প্রনয় ভরা তোমার বুকের ভেতর -
ইচ্ছে করে, স্বাদ জাগে ডুবে মরিবার।
কী এক অসীম শান্তি পাই তোমার কাছে!
অতৃপ্ত, চির পিপাসিত বুভুক্ষ আমি ঘিরে থাকি, পাছে,-
আঘ্রাণে তোমার ভরা থাকে আমার পরাণ।
হয়ত তোমারে ভালোবেসে জীবনের স্বাদ
বুঝেছি ভিন্ন রকম,
বুঝেছি অপেক্ষার আনন্দ মিলনের চেয়ে নয় কম!
বুঝেছি কতটা গভীর হয় কাজলের দাগ,
কত কত অভিমানে ভরা থাকে রাগ অনুরাগ।
বিচিত্র প্রগাঢ় কত ভাবনার লেশ,
হৃদয়ে যা জমা থাকে অফুরন্ত অশেষ,-
তোমারে ভালোবেসে আমি পেয়েছি সন্ধান আরেক জীবন,
বুঝেছি হৃদয়ে গভীরে তৃষ্ণা নিয়ে বেচে থাকা এক মরুর মতন।