চিত্রা, ভুল করে বুঝি এসেছিলে আমার পথে,
হয়ত ভিন্ন দিশা, তবু দেখা হয়েছিলো একসাথে।
জোর করে কতদিন আর রাখা যায় ধরে?
কতদিনের তপস্যায় প্রেমের পুর্ণতা পায়?
কত আকাঙ্ক্ষার দহনে জেগে ওঠা চরে, -
ক্ষণিকের ঘর বেধে চোরাবালির উপরে,
কতকাল আর থাকা যায়?
না আজ আর হারাবার নেই ভয়;
আমার সমস্ত কিছু তোমারে দিয়েছি বিলায়।
তোমার অমূল্য অমৃত করে আস্বাদন,
ভরায়ে নিয়েছি প্রাণ।
রিক্ত, শুন্য করেছি তোমারে বারবার,
কমাতে গিয়ে নিজের যাতনার ভার।
একদিন এ সময় নিয়ে যাবে দূরে বহু দূরে,-
হয়ত দেখিবো না আর কোনদিন তোমারে;
অথবা দেখা হবে মৃত্যুর পরে।
কী আছে তোমার ভেতর?
কেন টানো এমন? যেন কোন কৃষ্ণগহব্বর-
প্রত্যহ নিয়ে যায়; যেখানে কেহ ফেরেনাতো আর।
বার বার আমি পৃথিবীর বুকে খুজিবো আবার,
ভুল করে যদি দেখা হয় তোমার আমার!