যখন সন্ধ্যা নামে ঝিম ধরা জানালার গ্রিল ক্ষয়ে যায়
সময় ভর করে শরীরের কোনায় কোনায়;
স্মৃতির পর্দায় অস্ফূট ধুলার আবর্ত জমা হয়; -
বিসন্ন পৃথিবির কোনে জমাট মেঘেরা দল বাধে,
দিশাহীন বাতাসে ভেসে যায় স্বপ্নের রথ;
ঝরে পড়ে নয়নতারা।
চঞ্চল অশান্ত হৃদয় পথ হারায় কামনার তোড়ে;
এক রাশ মায়া পড়ে থাকে এ পৃথিবির পরে-
যেখানে সমস্ত জীবন পার হয়ে গেছে।
অসম্ভবের নেশা ঘিরে থাকে দুঃসপ্নের চারিপাশ।
রাতের গভীর নেশা যে বিস্ময় নিয়ে চেয়ে থাকে;-
অলস ক্লান্ত চোখ অবসন্ন ঝাপসা হয়ে ভিজে ওঠে।
শেষ বেলা মনে হয় আরো অনন্ত কাল
যদি বেঁচে থাকি এইখানে। অদেখা যা জগত ছিল, প্রেম ছিল
বাসনা ছিল - সব নিয়ে মরি যদি !
হয়ত দূঃখ রবে , বেদনা রবে;
হা হা কার হৃদয় প্রেতের মতন ফেরে যদি আবার !
পৃথিবীর লাল পথ, ধানক্ষেত পটের ছবির মতন-
তালবন দিঘীর মতন ;-
সন্ধ্যায় সার বেঁধে গরুর দলের মত ফিরে যাবো অভুক্ত থেকে।