কে আমি? সত্যিই ত আমি কে?
আমি সেই  আদিম প্লিওপিথেকাস,
সময়ের বহু ধাপ পেরিয়ে আজ আমি
হোমো স্যাপিয়েন্স;
পাহাড়ের গুহার অন্ধকার প্রকোষ্টে আমার অস্তিত্বের শুরু।
আজ আমি বিভৎস দানব।
জল স্থল আর অন্তরীক্ষ সব আমার করায়ত্ত;
আমি অসীম নির্দয়,
                    পরাভয়-
বহু আগেই আমার অশ্বমেধ দিগ্ববিজয়ী;-
উন্নত মস্তিক আমাকে শিক্ষিয়েছে- 'জয়ের মন্ত্র'।
নিঃস্ব করেছি আমার সকল প্রতিযোগি-
                                আমি জয়ী; ভোগী।
আমার নিশ্বাসে তাপিত এ বসুধা,
অস্ত্র যন্ত্রের ভয়াল গর্জনে উপেক্ষিত সব বাধা।
'শকুনি' -র সকল ষড়যন্ত্র আমার প্রতি পদক্ষেপে;
                                      দোর্দন্ড প্রতাপে-
পুর্ন করে চলেছি আমার পাপের ঘড়া।


আমি ক্রন্দন এ ধরিত্রি-র;
নিজের সদর্প পরিচয় আজ অভিশাপ আমার।
ক্ষমাহীন মূর্খতার
        না আছে নিস্তার;-
পৃথিবীর পরে যদি কোনদিন এ মানবের হৃদয়-
দয়ায় আর্ত হয়;
সেই হবে আমার সত্য পরিচয়।