এখনও যেমন রাতের আঁধার রয়ে গেছে অন্ধকারের রেশ নিয়ে;
বিরহী পুরাতন প্রেম সেও তেমনি, বাস করে বুকের ভেতর -
জন্মের সাথী হয়ে অতীতের স্মৃতি লয়ে।
হৃদয় মুচড়ে ওঠে, চিরচেনা প্রেয়সীর গন্ধ যদি পায়;
মুহূর্তের তরে- দেখার বাসনা করে তীর্থের কাকের মতো।
অপেক্ষায় চেয়ে থাকে সেই পথে; যেখানে শেষ তারে দেখেছিল ।
হয়তো তোমার অপেক্ষা করে কেটে যাবে এ জীবন;
চারপাশ ভারি হবে চাপা দীর্ঘশ্বাসে - সেও একদিন;-
শান্ত হবে নিশুতি রাতের মতো গুমোট অভিমানে।
সেই যে প্রথম দিনে তোমার নিবিড় অরণ্য পথহারা আমি;
আর কোনদিন করিনিকো পথের সন্ধান- সভ্যতার আশায়!
অদৃশ্যে তোমার পানে এই দুই হাত বাড়ায়ে সর্বক্ষণ,
নিমীলিত চোখে, অষ্ট প্রহর করে আহ্বান।
পৃথিবীর এই ভিড়ে হয়ত কোনদিন জানবেনা কেহ
কী গভীর প্রেম নিয়ে হৃদয় শূন্য করে প্রেমিক এক ছেড়ে গেছে দেহ।