পৃথিবীর এই পথ যদিও সরে গিয়েছে ;
তবুও আকাশের সে চাঁদ আছে, তেমনি;-
জোসনায় নদীর জলে আজো পড়ে তোমার ছায়া!
তোমার কায়া, এখনও আমায় নেশা ধরায়;-
হটাৎ যদি দেখা হয় শরতপল্লীর মাঠে?
কত শত স্মৃতির ভার বয়ে ক্লান্ত দেহ আমার-
যদি তোমারে চায় আবার, সেদিনের মতো?
বিধে যাওয়া শূল গেথে আছে এ জন্মের তরে!
তোমার ঠোঁটের লাল শিমুলের লাল হয়ে;
মিশে যায় হৃদয়ে আমার নিবিড় চুম্বনে।
তোমার বুকের উষ্ণতা যেন কামনার ক্লান্তি মুছে ফেলে;
জীবনের সকল শুন্যতা মুছে যায় ওই খোলা চুলে!
শুধু সেই ঘ্রাণ, শুধু সেই নিবিড় আলিঙ্গন;
নেশার মতো নিতেছে আমার প্রত্যহ তোমার তরে!
রোজ আমি দেখতেছি, রোজ আমি পুড়তেছি,
নিশুতি মাঝ রাতে নীল জ্যোৎস্নায় নদীর জলে!
যদি বিদ্রোহ করে তৃষিত হৃদয় হটাৎ পাওয়ায়?
এক তীর্থের কাকের মতো অনাহারী দেহ-
পায় যদি তোমারে? অনন্ত অপেক্ষার পরে?
যদি ভেঙে যায় সব বাধ?
সব স্বাদ জেগে ওঠে আরো একবার?
তুমি শুধু একবার, আরো একবার,
গভীর চুম্বন একে জড়ায় রেখো বক্ষে তোমার!