গোলাপের পাতা ছিড়ে আর তুমি বাসিওনা ভালো,
আমার হৃদয় হয়েছে শত ছিন্ন ওই পাতার মতন,-
কি যে বিচিত্র দহন!
এ জন্মে বয়ে যাওয়া বেদনার ভার, যদি -
পরজন্মে হয় অবসান।
তবে আর বাসিবনা ভালো কোনদিন,
চাহিবনা কাহারো ঠোঁটের পানে, চোখের পানে ;
মুদিত নয়নে বসে রব সহস্র নক্ষত্রের নিচে-
অনন্ত বছর নিশ্চুপ;
তবু আর কারো হৃদয়ের কথা বলিবনা ।
বলিবো না তোমারে কি গভীর প্রণয় এই হৃদয়ে!
জানবেনা কেহ সে নদীর কথা!
এককালে সে প্রমত্ত ধারার মতো বয়ে যেত কূল ক্ষয়ে ক্ষয়ে।
বুঝিয়াছি শেষে দগ্ধ হয়ে অবশেষে,
নেশার মতন এক জীবন সমস্ত প্রেমিক বয়ে যায়!
একদিন যে দুরন্ত আসা বুকে বেধে ঘর ছাড়ে,
অভিযাত্রিকের দল; তারপর দিনের শেষে আসে ফিরে-
এক রাস ব্যাথা আর বেদনার গ্লানি স্মৃতি হয় সমস্ত জীবনের!
ভালোবেসে আরোও আমি জানিয়াছি,
এক অমৃত সুধা আছে প্রেয়সীর বুকের ভেতর ;-
কেহ কেহ পায় তারে আর কেহ কেহ ফেলে দীর্ঘশ্বাস!