যে দিয়েছে দুখের আগুন কোথায় সে কে জানে?
কি ব্যাথা তারে বুকে ধরে আমি দেখাবো কেমনে।

খুজি সে মানুষেরে খুজি সে দেবতারে,
খুজি সে প্রেয়সি, আছে যে অন্তরে-
খুজি কেন তারে মিছে দেশ দেশান্তরে,
হাত বাড়ালেই যায়না ধরা লুকায় সে কোনখানে।

তোরা বুঝিবি কেমনে কি ব্যাথা আমার মনে-
জেগে থেকে ক্ষণে ক্ষণে দহে সে যতনে,
ডেকে চলি নিশি দিন ব্যাথা ভরা গানে,
এসো প্রিয় ধরো মোরে তোমার বাহুর বাধনে।

নিরাশার অন্ধকারে খুজি তারে বারেবারে,
অহর্নিশি হয়ে উদাসী ভালোবাসি যারে;
প্রেমে পড়ি পায়ে ধরি ওহে ভূলনা আমারে-
তোমার প্রেমের কাঙাল আর কতকাল রব কে জানে!