একদিন তীর্থের কাক হই যদি
তোমারে ভালোবেসে থাকি অপেক্ষায়;-
তুমি কি আসবে এই বুদ্ধ গয়ায়?
প্রেমের সৎকারে।
তোমার ভুজ্জি উচ্ছিষ্ট কী খুজে নেবে আমায়?

এই ভালবাসা হয়ত সেদিন নিরঞ্জনা নদীর হৃদয়ে
মিশে যাবে;  গুপ্তধারা হয়ে যাবে বয়ে-
চিরকাল পৃথিবীর অন্তরালে।

তবুও না জানুক লোকে মৃতেরও প্রেম আছে
ব্যার্থ প্রেমে তারও ব্যাথা আছে
হয়ত অশ্রু আসে নেত্রহীন অক্ষির কোটোরে
হয়ত বেদনা জমা হয় হৃৎপিন্ডহীন হৃদয় ভেতরে ।

তবুও মানুষ হয়ে খুজেছিলাম পৃথিবীর ভিড়ে
মারামারি-কাটাঁকাঁটি, গালাগালি, ঘৃণা-দ্বেষ ছেড়ে
এক নদী প্রেমে ভেসে থাকি বেহুলার মত।