দহন লাগে, দহন লাগে আমার বুকে,
তোমার গন্ধে মাতাল মাতাল লাগে আমার ;
কাছে না পাওয়ার শোকে,
হৃদয় গিয়েছে বরফে ঢেকে!
কত দিন গায়ের উষ্ণতা ভাগ করা হয়নি,-
ভাগ করা হয়নি প্রণয়ের স্বাদ;
কত কথা, বলার অপেক্ষায় জমা হয়ে আছে-বলবো বলে।
নেশায় উন্মাদ হই- বেশামাল প্রেমিকের মতো,
মনে হয় ভীষ্মের মতো আলিঙ্গন দেই-
হঠাৎ তোমায়; লাল ঠোঁট ছিড়ে নেই।
যুক্তি-তর্ক, ভাল-মন্দ নিকুচি করি, ভেসে যাই, -
মাঝ গাঙে ডিঙি নায় জ্যোৎস্নায়,
পৃথিবীর এই নদী, লোনা জল, কর্দমাক্ত চরায়;
ছলাৎ ছলাৎ শব্দ চলুক সারারাত ;-
ভিজুক দেহ ভোরের কুয়াশায়।
প্রেম তবু জমা হয় কত শত লাঞ্ছনায়,
প্রান কাদে, বুকে জড়াবার বাসনায়;
জানে সে বহে অসীম ব্যার্থতার ভার,-
আড়ালে বহে শত অশ্রুধার!
তোমারে পাইনে কেন বারবার;
একবার শুধু সজোরে বুকে ধরবার!