প্রমিলা বেবাক মানষের লাহান আমারও পরাণ পোড়ে,
পরান কান্দে তোমারে কাছ ছাড়া করতে।
যত পাই মনে লয় তোমারে আরো,
আরো এট্টক্ষন যদি রাখতাম!
যদি রাখতাম পিঞ্জরডার মইধ্যে তোমারে ধইরে,-
সারা জীবনের লাহান!
জানি তোমারে রাখন যাইবো না, যাওন লাগবো-
তবু য্যান,
মোর পরানডা জইলে পুড়ে খাক হয়।
বেলাডারে রোজ গালপাড়ি,
তুমি আইলেই জ্যান হের তাড়া পড়ে ঢেড়।
যখন তোমার আশার লাই আমার মন ভারি হয়,-
সময়ডা ক্যান জানি যায় না, চাইয়ে চাইয়ে দ্যাহে।
তোমার দেখবার লাই মোর আনচান পরাণ
সারাক্ষণ চাইয়ে থাকে মোবাইলডারে পান।
প্রমিলা এত মায়া কেন তোমার মুখে আর ঠোটে?
এত কামনা ক্যান জ্বালা ধরায় সারাডা শরীলে?
তোমার প্রেম য্যান এক অফুরান তেষ্টা,
যত পাই বানের জলের লাহান বাইড়েই চলে!