এই শহরেও বৃষ্টি নামে!
এই শহরে ও দক্ষিণা বাতাস বহে!
এই শহরে মানুষেরা আজো প্রেমে পড়ে!
সে এক পরম বিষ্ময়!
এখানে এক জীবন আছে বেচে থেকে যার;
প্রমাণ রেখে যায় পৃথিবীর পর।
এই শহরের মেঘলা আকাশ সমস্ত দেহ,
ঢেকে রাখে ধুলার আচলে।
এই শহরে জমানো অনেক ব্যাথা মানুষের মনে,-
এই শহর কাদেনা বহুদিন হলো।
জীবনের স্বাদ এখানে পাংশু মেঘের মতো,
এখানে নরম কাদার আলত পরশ পড়েনা পায়!
একটা জীবন এখানে মানুষের ভীড়ে গিয়েছে লুকায়।
এখানে বিষের পেয়ালা ভরে থাকে গরল মদিরায়,-
এখানে এখনো কবিতা প্রকাশিত হয়!
সে এক বিষ্ময়!
জীবন দেখেছি এখানে ক্লান্ত মেঘের ডানার মতো-
টুপ করে ঝরে পড়ে! অবিরত!
স্বপ্নেরা এখানে আধ ফালি চাদের মতো মেঘের আড়ালে;-
ঢেকে থাকে খেয়ালে।