এইখানে যারা আসে আর যায়, চৈত্রের খরায়
অথবা মাঘের শীতের কুয়াশায়।
এই মাঠ, যাদের পায়ের চিহ্ন বয়ে গেছে চলে
অদূরের গায়ে; হৃদয়ে নরম ব্যথা নিয়ে জেগে থাকে
পৌষের পূর্ণিমা রাতে রুপোলী আলোর তলে;
সেই সব প্রাণ তবু বেচে থাকে এক অদ্ভুত লোকে।
মগজের পরতে পরতে জমা হওয়া স্মৃতি,
দিনান্তে জাগায় বেদনার এক আশ্চর্য অনুভূতি ।