এখন ও আঁধার ঘিরে আছে সেইসব বন;
অজস্র ঘুরপথ, জড়ানো পেঁচানো আহা মানুষের মন।
আলোর মশাল হাতে সেইখানে গভীরে-
আজো কোন অভিযাত্রিকের পড়েনিকো সাঁড়া;
হয়ত মানুষ পাই নিকো তার খোঁজের নাগাল ।
যেখানে দিন -রাত্রি নেই তবু আলো আর আঁধার
খেলা করে বিচিত্র রকম।
জল-মাটিহীন সেই উর্বর ভূমে কত ফসলের চাষ;
নিদ্রাহীন, সেথা অজস্র স্বপ্নের আবাস।
বিস্তীর্ণ আকাশ থেকে মেঘমালা রাশি ;
অনন্ত প্রেমে , সুউচ্চ পর্বতশীরে পড়েনি ত আসি -
তবু সেই তটে, কত শত ধারা- বহে অনন্ত কাল;
নিভৃতে গোপনে।
পাঁড় ভাঙে, ক্ষয়ে যায়, পড়ে হাহাকার জনশূন্য সে বিজনে;
নিবিড় গোপন ব্যথা সার বেধে জমা হয় শুন্যলোকে।
গভীর অজানা সে জগত পড়ে আছে তবু ,
কেউ সেই পথ ধরে হাঁটে নিকো কোন কালে।
অনন্ত অসীম ব্যাপী বিস্তৃত বিশ্ব চরাচরে;
ক্ষুদ্র মনুষ্যদেহ যারে দুই করে রেখেছে ধরে-
বড় অবহেলে।
একত্রে কত কাছে তবু রচে গেছে অনন্ত তফাত ;
হয়ত এই সত্য, বিচিত্র মানুষের মাঝে বিচিত্র জগত।