তখন ছিল বসন্ত
আলত আলোয় কী সিগ্ধ মুখশ্রী, প্রথম যৌবনে
মন ভুলানোর কী ছিলনা সেখানে।
আমার কৈশোর সে উদ্দাম সংগীতে,
হয়েছিল চঞ্চল অকারন।
সেই উন্মাতাল দক্ষিণা বাতাস আমার
হৃদয়ের কোনায় কোনায়;
তুলেছিল শিহরন।
অপ্রস্ফুটিত গোলাপ ছুয়ে তুমি বলেছিলে;
আমার হবে, জোস্নার চাঁদ ছুয়ে তুমি বলেছিলে-
আমার রবে অনন্তকাল।
আমার চিত্তে যে প্রবল প্লাবন এসেছিল,
হটাৎ বিদির্ণ চিৎকারে চেয়েছিল বলতে;-
ভেঙে পড়ুক এ স্ব্র্গ আমার মাথায়-
মৃত্যু হোক এই সুখে।
আমি দেখেছি বিব্র্ণ ছলনা কি নির্মম;
চিরন্তণ আর মোহের ফারাক ঘুঁচে
যা থাকে পড়ে সেই দুঃখ-
বাসা বাঁধে, মরীচার মত জীর্ণ করে এ জীবন।
তুবুও প্রবঞ্চনা সত্য বলে মনে হয়-
তবুও সে রাত অল্পে ফুরায়,
জীবনের কতেক মানের ভিন্নতা দেয়
সেই প্রেম -
হাজার দুঃখ দিক তবু বার বার আসুক ফিরে,
সমস্ত চরাচরে।