আরো এক দিন, রাত নেমে এলে বিষন্ন পৃথিবীর পর-
তোমার দেহের গন্ধ জেগে ওঠে নিরানন্দ হৃদয়ের ভেতর ;
সুখ পাই, প্রাচীন মিশরের পচা গলা সুধা পেয়ে;-
নেফারতিতি, ভেনাস ফেলে
মহুয়া অথবা কমলার চুলে,-
নিবিড় কালো সে রাতের আঁধারে পাই যদি প্রিয়ে-
তোমারে আরো শুধু একবার,
এ বুকের নরম পশমের ভেতর।
সেই সব যুবতী তরুণীর মতো প্রেমের নহর বয় হৃদয়ে যাদের;-
ফেলে জাতি গোত্র কূল-
অথবা রাধার মতো করে যারা ভুল ।
নেশায় মোহের বশে দুরন্ত আশা
আর এক বুক ভাষা,-
পুষে রেখে মনে কেন বিরহে কাতর?
এই সব ভালো-মন্দ, পাপ-পূন্য লয়ে বাঁচে যারা বাঁচুক এখন-
পৃথিবীর সব চেয়ে নষ্ট প্রেমিক হয়ে জ্যোৎস্নায় ভিজে,
নির্লজ্জ বেহায়া সেজে;-
তোমার হাত ধরে যদি জীবনের সমস্ত রাত হয় পার,
যদি এসে ডাকো শুধু আর একবার -
মুহূর্তে বিস্মৃত হবো এই অনন্ত মিথ্যুক জীবন।