যে কাদে সে মানুষ, না হলে সে অন্যকে কাদাবে
১. ভালো বেলায় আমার চাই,
মন্দের সাথে সম্পর্ক নাই।
২. ভোর বেলা তার সময় কোথা,
মধ্যহ্নে জাগবেনে তা।
৩. অধিক কথায় স্বভাব নষ্ট,
স্বল্পতেই তুমি হও তুষ্ট।
৪. নারীর প্রতি অতি ভক্তি,
চরিত্রের দোষ ভিন্ন মতি।
৫. কথায় কথায় দু:খের কথা,
জানবে অন্তরে তার নাই ব্যাথা।
৬. মিষ্ট ভাষা অতি মায়া,
জেনে রেখো সে লোভি কায়া।
৭. চোখ নামায়ে কথা বলে,
দুষ্ট সে জন ছলে বলে।
৮. মুখের কথা চোখে চলে,
অন্তরে সে হিংসায় জ্বলে।
৯. পাপের ঘড়া পুর্ণ হলে,
আপনি মানুষ যায় রসাতলে।
১০. নাকি কান্না অতি দয়া,
সে হয় ভাগ্যের অপয়া।
১১. কর্মে সফল লোকের ইর্শা,
সহি পথের দেয় দিশা।
১২. অযোগ্যে অধিক ভর্ষা,
সর্বনাশে সকল আশা।