সংসারে সব কাজে
নিত্য সবার মাঝে
হটাৎ উদয়।
এতটুকু লজ্জাভয়
সকল করেছে জয়
অল্প সময়।
কঠিন কঠোর কথা
বুঝতে দেয়নি ব্যাথা
সদাহাস্য মুখ্।
দুদিনের মর্ত পরে
সকল-ই খুজে মরে
আপনার সুখ।
সর্বদা ব্যস্ত কিসে
এই দেখি এই আসে
হারায় আবার।
মায়াময় দিব্য ভবে
চিরকাল কেবা রবে
অপেক্ষা যাবার।
গভীর শোকের ছায়া
ঘিরে থাকে কোন মায়া
সর্ব চরাচরে।
মৃত্যু্পরে সব ফেলে
অনন্তে বিস্মৃতির অতলে
যায় সাঙ্গকরে।
কেন এই আসা যাওয়া
অতৃপ্ত চাওয়া পাওয়া
চাপা দীর্ঘঃশবাস।
আলীক সুখের নেশা
জানে সবে সর্বনাশা
যাঁচে তারি আশ।
ক্ষণিকের আসা তাই
অলক্ষে নিখিলে সদাই
রেখেছিলো টান।
সবারে আপন করে
নিজেই রইল দূরে
করে অভিমান।
তাইবুঝি অনুগত
নিশিদিন ভৃত্তের মতো
ছিল চারপাশে
ক্রোধ বশে ঘৃণা ভরে
তাড়াটে পারিনি যারে
হারায় দিনশেষে।
চারপাশে মানুশেরা
আপন হয়েছে যারা
দিনান্তে এসে।
কেউ তো তাহার মতো
জিজ্ঞাসেনি অবিরত
এত ভালবেশে।
জগতে অতিথি বেশে
ফিরে যায় কেঁদে-হেসে
আগের মতন।
বৃথা শুধু আপন পর
মিছে পাতা এ সংসার
এই চিরন্তণ।
পরমায়ু ধার করে
যারা আসে সংসারে
থাকে অবহেলায়।
অদৃশ্য বন্ধন যতো
বাঁধে তারা সাধ্য মতো
যাবার বেলায়।
মায়ের আঁচল তলে
স্নেহ পাতা ভুমন্ডলে
সেও ক্ষনিকের।
অদৃষ্টে নিয়তি হয়ে
কালবেলা নেয় বয়ে
এই জন্মের।
যেখানে নক্ষত্রহীন
অমানিশা চিরদিন
সেইখানে হায়।
অসীম সেই অনন্তলোকে
ফিরেযায় কার ডাকে
কোন ইশারায়।