বানের জলের মতো সে এসেছিলো ভেসে,
অনাহুত বেদনার পাহাড় বয়ে;
জারুলের নূয়ে পড়া ডাল, ছুয়ে ছিল জলের আঁচল।
একদিন প্রেমের নহর বইয়ে রসাল হৃদয়-
গলে পড়ে বরফের মতো সন্ধ্যার আঁধারে।
আজো জানি ভালোবাসি প্রেমিকের মতন চুপিসারে-
যদিও মেঘের তলে তলে গিয়েছে চলে পুর্নিমা চাঁদ।
খুঁজে খুঁজে পরানের অতল গহিন প্রদেশ।
অনেক আধার রাত গিয়েছে চলে সময়ের গ্রাসে;-
অদৃশ্য হয়েছে স্মৃতি ক্ষয় পড়ে কোষে।
কি জানি বেদনা এক প্রেমের সাদ হয়ে রয়ে গেছে
হৃদয়ের ভেতর।
নরম মাটির মতন প্রেয়সী প্রতিমা ছুয়ে মেটে যদি
অসীমের অতৃপ্ত প্রেমের পিয়াসা!
তোমার চোখের পানে চেয়ে যদি ভুলে থাকি জিবনের গ্লানি;-
ধুয়ে মুছে যাক সর্গ মর্ত সর্ব চরাচর;
যখন পেয়েছি তোমায় অনন্ত অপেক্ষা পর।