অনন্ত তৃষ্ণা নিয়ে যে প্রেম,
নক্ষত্রের আলোর মতো সে কি ফুরায় কোনদিন?
আমি পুড়ে যাই আলোহীন শীতল জ্যোৎস্নায়;
তোমার উষ্ণতার অভাবে!
তোমায় কাছে পাওয়ার তৃষ্ণা আমার যেন সাগর সমান,
অভিমান বুকে চেপে কেটে যায় মরুর মতন!
তোমায় ছুঁয়ে আমি সাথে মিশে যেতে চাই তোমাতে,
মিশে যেতে যাই, জন্ম জন্মান্তরে এক দেহে!
ভেঙে যাক দেহের বাঁধা, এক রক্ত বহুক ধমনীতে-
তোমার আমার!
কতদিন চাঁদ দেখিনা হৃদয় ক্ষয়ে যাওয়ার ভয়ে!
আমার দিনের শুরু অপেক্ষায় শেষ হয় প্রত্যাশায়;-
আগামি দিনের।
আমি ডুবে গেছি তোমার অনন্ত অতলে,-
ভীষণ পাথর বুকে ভাসবোনা আর।
জন্মের শেষ অবধি আমি অপেক্ষায় রবো ;
তোমার ললাটে, ঠোঁটের পাতায় চুম্বন এঁকে দেবার!