আমিও বিরান মাঠ হবো খোলা কুয়াশায় ঢেকে,
চাঁদের আলোর নিচে শুয়ে রবো দিগন্ত জুড়ে;
মৃত্যুর মতো ঘুম নিয়ে পড়ন্ত সুর্যের মায়া ছেড়ে-
গভীর অন্ধকারের নেশায় বুদ হবো; -সেই তাকে
খুজে খুজে আমি আর পাইনিকো হৃদয়ের কাছে;
কত নদী শুকায় জোয়ার এলনা বলে,  মরীচিকার পিছে
হাজার মাইল ঘুরে তবু সে পথ শেষ হয় দুয়ারে এসে!
খুলির নীল চোখ পচে যায় পৃথিবীর অচেনা ঘাসে,
চন্দ্রালোকের ঘোড়া পড়ে খসে, নদীর পিপাসায়-
নক্ষত্ররাও ঝরে পড়ে আমার মতো ব্যার্থ প্রেমিক সমান।

শীতল যুগের ঘুম ফেলে হটাৎ তোমার বুকের উষ্ণতা পেয়ে,
জন্মানো সভ্যতায়-
ব্রাত্য প্রেমের সমাধি গেলো চেপে!
সহস্র বছরের পাথরের চাইয়ের নিচে;
আমিও একদিন সময়ে ক্ষয়ে যাবো!
স্মৃতির ধুলোয় তোমার চিহ্ন একে নর্মদার অতল গভীরে;
মহাজগতের মহামিলনের অমরত্বে জড়াবো তোমারে।