এইখানে একখান নাও ছিল বাধা অনেক কাল আগে,-
যখন প্রথম বয়স উঁকি দেয়; যৌবনে নদীর চরা জাগে;
বিপুল প্রশস্ত দুইকুল উপছায়, অবাধ্য প্রেমিক যতো,
পাড় ভাঙে। প্রেমিকার গোপন বিলাপ বেগানা নদী মতো
অন্ধকারে কই যায়? কার সাথে ঘর বেধে যায় আভিসারে?
আমিও একাকি উদাসি মাঝির মতো ফিরি সওদা করে,
তোমার কলসি ভরা জল কোন ঘাটের? কার তেষ্টা মেটে?
আমারও তৃষ্ণা লাগে, বুকের ছাতি টানধরে যায় বুঝি ফেটে।
তোমার আঁচল খসে সেইখানে যেইখানে মানসের বসতি নাই
আমারে বিবাগী কইরে তুমি ফেরো ঘরে, আমি কই যাই?
সেই কবে উজান গাঙ্গে ভাসান দিছি, খেয়া পারের লাইগ্যা-
এইখানে লোকজন নাই, শুধু তোমার অপেক্ষায় রাত জাইগ্যা;
কখন আমার যৌবন গেছে ক্ষয়ে, নদীরও বুক গেছে ভরে;-
অপেক্ষায়; শুধু তোমার অপেক্ষায় আমার প্রেম গেছে মরে।