আমি জানিনা প্রমীলা প্রেম কেমন?
যদি অনুভব হয় তবে তাই।
তোমাকে পাওয়ার আকাঙখা যদি প্রেম হয়, তবে তাই-
আমার হৃদয় কুকড়ে মোচড়ানো ব্যাথা যদি প্রেম হয়, তবে তাই।
শুধু তোমাকে পাওয়ার তাড়নায় নির্ঘুম রাত বিতানো,
যদি প্রেম হয় ;-
তবে যেনো তোমাকে দেখার পর থেকে আমার ঘুম নেই।
বেদনার ভার তোমাকে দিতে আমি তোমার প্রেমে পড়িনাই।
তুমি বিশ্বাস করো তোমাকে ছল করে পাবার,
কোন বাসনা নেই আমার।
নেই কোন ব্যস্ততা তোমারে পাওয়ার;
হারাবার ক্ষেদ নেই একফোঁটা যতই ঝরুক রক্ত এ হৃদয়ের।
প্রমীলা তোমাকে বুকে ধরে যদি অনন্ত তৃষ্ণা মেটে আমার,
যদি শান্তি মেলে ক্ষণকাল,- জীবনের কর্দমা ঘেটে;-
একটুকু আশ্রায় মেলে তোমার ছায়ায়!
সেই আমার প্রেম, কামনা, বাসনা।
তোমাতেই যদি হই নিঃশেষ, তাও জানি নও তুমি ফুরাবার।
আমি তাই ফিরে আসি বার বার!
আমি জানি না কেন এমন হয়? হৃদয়ের সব ব্যাথা এক রকম-
হয়ত সব পুরুষের ভেতর কেউ থাকে আমার মতন,
নয়ত আমি নই তেমন আর সব পুরুষ যেমন!
প্রমীলা প্রেমের দুর্বোধ্য বেদনার ভার -
বোঝাবার সাধ্য নেই আমার,
সাধ্য নেই হৃদয় নিঙড়ে তোমারে দেখাবার।
শুধু আছে ব্যাথা, যাতনা, হৃদয়ের ভেতর!
ভালোবেসে আমার অমৃত সুধা যত, হোক তোমার;-
সে আমার আনন্দ সে আমার প্রেম অনির্বার।
অজ্ঞাতে যদি এ প্রেমিকের আহল্লাদ তোমারে ব্যাথিত করে,
জাগায় অশেষ বেদনা আবার;-
যেনো, সে নয় কোন কামনা আমার।
যদি বলো একবার,
এক বুক অভিমানে রাতের আধারের মতো যাবো ফিরে,
ফিরে যাবো আরো দূরে, আরো আরো,-
হয়ত একটি তারার দুরত্বে তবু আর খুজিবোনা কেউ কারো।
কোনদিন আর আসিবনা আলো-ছায়া হয়ে,
প্রেমের অনুভূতি যদি তবু জেগে রয়, আমার হৃদয়ে,
সব নিয়ে ডুবে যাবো সাগরের বুকে,
অতল গভীরে, পৃথিবীর কেউ জানবেনা -
মানুষ মরে যায় ভালোবেসে কী গভীর দুঃখে!