আমি আগুনে পুড়িনি তোমাতে পুড়বো বলে,
আমি একবার নয় বার বার জন্মাবো তোমায় ভালবাসবো বলে।
যুগ যুগ ধরে আমি আহল্যার মতো অপেক্ষায় রবো,
তোমার স্পর্শ পাবো বলে।
আমি সমস্ত জীবন কাটাতে রাজি সাইবেরিয়ায়-
শুধু তোমার উষ্ণতা পাবার আশায়;
আমি সব দাবি ছেড়ে সন্ন্যাস পারি নিতে, -
শুধু তোমার ভালবাসা পেতে।
আমি স্বর্গোদ্যান কামনা করিনি, অথবা পারিজাতের ঘ্রাণ,
শুধু তোমার বুকের গন্ধে ডুবে যেতে চাই কিছুক্ষন।
আমি অমৃতের স্বাদ ভুলে গেছি বিলক্ষণ-
যখন পেয়েছি তোমার ঠোঁটের গভীর উষ্ণ চুম্বন।
আমি চিরকাল-
ক্ষ্যাপা, উন্মাদ, পাগল;-
আমি মোহগ্রাস্ত, বিকার;
আমাতে তোমাতে করেছি সব একাকার।
তোমার প্রেমে আমি অন্ধ, অধীর, অসামজিক,-
আমি চিরদিন কাঙাল; এক ব্যাকুল প্রেমিক।
আমার ভাষার দীনতা তোমার পুর্ণতারে করেনি প্রকাশ,-
এই মোর বিরাট দীর্ঘশ্বাস।
আমি ভালোবেসে কী এক অনুভবে আছি ডুবে অহর্নিশ ;-
আমি কাল ফনি তবু ফনা ফেলে হয়ে গেছি নির্বিশ!
আমারে তুমি প্রেমিক করেছো চিরদিন,
রুক্ষতা সরায়, গেয়েছো নব জীবনের গান অমলিন।