ভোরের ভুল নিয়ে কেটে গেলো সারাদিন,
মৈনাক গিয়েছে লুকায়ে অতল গভীর সাগর তলে!
মরুর তপ্ত বালি তৃষ্ণায় খাক হয়, পুড়ে যায়;
গোকর্ণে কেটে গেছে আজস্র বছর কঠিন তপস্যায়;-
নিষ্ফল তোমার আমার প্রেম যেন কচ- দেবযানি!
প্রাচীন হস্তিনাপুর খুড়ে পাই দ্রৌপদীর করুণ কাহিনী।
মনে হয় নারীর অন্তর জুড়ে কী বিশাল কুরুক্ষেত্র,
প্রত্যহ রচনা করে ভীষ্ম-দ্রোণ-কর্ণের বিচিত্র চরিত্র।
যখন দ্বৈপায়নে শেষ হয় জীবনের বিপুল আয়োজন,
অভিশাপে বাধা পড়ে তিলে তিলে জমানো সমস্ত ধন।
জন্মের কারন মুছে সব সাধ বাস করে দেহের ভিতর;
সহস্র বছরের ধ্যান ভাঙে, ঘুমে থাকা প্রেমিক সত্তার।