এবার খুলেই দিলাম কবিতার দোর
সে যাক চলে,
ছেড়েই দিলাম উজাড় করে,
করে দিলাম একদম মুক্ত তারে
কিশোরী প্রেমিকাটির মতন।
খোলা চুলে ছুটুক সে ইচ্ছে যতো,
হাঁটুক লাজুক রোদে, হাসুক দুষ্টুমি ভরা মুখে;
বনে-বাদারে ঘুরুক আলতা ভেজা পায়ে।
অতঃপর দিনের শেষে আবার আসুক ফিরে
ঢলুঢলু চোখ আর আলসি নিয়ে একবুক,
চুপচাপই থাকুক না বসে পাশে;
অথবা ঢলেই পড়ুক গভীর ঘুমে এ বুকে।
আর আমি তুলি হাতে-
জল রঙের সুনিপুণ চিত্রকর এক
তার ঘুমের দেশের মুখাবয়ব আঁকি.....
ঠোঁট আঁকি, মুখ আঁকি;
আঁকি কাজল টানা কবিতার চোখ;
আমার কবিতার স্কেচ আঁকি নিখুঁত।