হ্যাঁ এসেই যায় তবুও-
আসেই বসন্ত;
লেগেই যায় রঙের ঢেউ
এখানে না হোক, ওখানে হলেও।
বাসন্তী না হোক;
নাই হোক পলাশ কিংবা শিমুল-
বনসাই স্বপ্নের ভাটফুলের ঝোঁপেও
আসেই শিহরণ-
নিতান্ত সাদামাটা হলেও।
কারো চোখে পড়ুক বা না পড়ুক
রঙ লেগেছে;
ভেতর বাহির সর্বত্রই,
পুলক প্রকৃতির লুকনো অঙ্গেও।
হ্যাঁ আজ বসন্ত;
অন্তত-
কারো মনে তো এসেছেই।