ওদের কথা বাদ দাও;
থাকুক না ওরা ওদের মতই-
যারা তোমাকে কালো বলে!
আর তাতে মাথা ঝাঁকিয়ে সায় দিয়ে যাওয়া-
অবিবেচক আয়নাটা!
বড্ড লোভী হয়েছে আজকাল,
হয়েছে চোরও-
শুধুই তোমার রূপ চুরি করে!
করুক তবে-
তার ভার আমাকেই দাও ছেড়ে;
নির্ঘাত ভেঙে যাবে হিংসার বিভেদতল;
হারিয়ে যাবে সে উৎসমূলে-
কোন আদিম ঝড়ে!
আর এই আমি?
কখনো ঠিক চণ্ডালই হবো!
প্রেমের আগুনে আফ্রোদিতির দেহ পোড়াবো;
জিয়াসের ভান্ডারের সব সৌন্দর্য লুটে-
দ্যাখো এই পায়ে দেবো;
অতঃপর সময়ের চাকা থামিয়ে
পাথর চোখে শুধুই দেখবো-
এই তোমাকে, যেমনটা আছো তুমি।