কাটুক তবে
এভাবেই চণ্ডাল প্রহর; থাকুক পড়ে-
প্রাণের বদ্ধকূপে নির্জলা,
আগুন নদীর জলজ জীবন।
ততদিনে বেশ শিখে যাবো আমিও
বিবর্তিত ফুলকার কার্যকরী সমীকরণ;
জেনে যাবো অনেকটাই-
কিভাবে দখলে নিতে হয় অক্সিজেন
এঁদো ডোবার কাদা জল থেকেই-
চৈত্রের কোন জিওলের মতন।
সবার তো আর জোটে না জল-
নদী-সরোবর কিংবা অবারিত সাগরে!
আমি না হয় একদিন-
ফণীমনসার কাঁটার কাছেই যাবো
রপ্ত করবো অতি সঙ্গোপনে-
কিভাবে অনায়াসেই বেঁধে ফেলে তারা
ভাসমান জল কণাদের সূচাগ্র কাঁটায়-
ভোরের শিশিরে।
দেখো বেঁচেই থাকবো তবু,
শিখে যাবো ঢের-
কিভাবে বাঁচাতে হয় প্রাণহীন প্রাণ
গভীর কোমায়;
তোমার স্বপ্নে গড়া ইনসেন্টিভ কেয়ারে!
তাই কাটুক তবে-
এভাবেই চণ্ডাল প্রহর;
সময়ের চরকায় সুতো কেটেই
চলুক তবে এই বিপ্রতীপ জীবন।