চারপাশটা বড্ড গা ঘিনঘিনে;
পাতার আড়াল আর ঘাসের ভাঁজেই লুকিয়ে-
সোনা রোদের ভোর;
পরিত্যাক্ত ভিটের মতন আগাছায় ছেয়ে....
ভীষণ মরচেধরা!
ঝরা পাতা পঁচে বুঁদবুঁদ উঠা এঁদো ডোবার মতন,
যত্রতত্র সরীসৃপের সাবলীল বিচরণ;
অসংখ্য, ঝাঁকে ঝাঁকে-
আগে তৃণভোজী, সবুজ খেকো ছিলো ওরা,
খুব শীঘ্রই যৌক্তিক বিবর্তন ঘটবে,
মাংসাশী হয়ে উঠবে এদের চোয়াল!
তবুও বেশ থাকি ভয়হীন;
লাশের আবার মৃতের ভয় কি!
উঠোনের কোণে অবহেলার ইটের নিচে নিষ্পেষিত-
ক্লোরোফিল হারা জীর্ণ ঘাসের মতন
নেতিয়ে যাওয়া অনুভূতি গুলো...
আঁকড়ে ধরি পরম উদ্যমে, সোৎসাহেই তুলে-
হৃদয়ের ওমে আবার তা দেই।
যাক তবে সময়.......এভাবেই;
আর নিজের শববাহী এই আমিও
নিরলস কদম গুনি কাঁকর পথে;
দেখা যাক জীবনের শ্মশান কতদূর!