সহসাই বেড়ে গেছে পৌষের রেষটা,
হিংস্র দানব যেন দাঁতাল রাতটা!
নিশাচর বুভুক্ষা তেড়ে আসা শীতটা-
আস্তই গিলে ফেলে রাহু সমেত চাঁদটা!
করুণ চাহনির নিভু নিভু চোখে
প্রৌঢ়ের মতো আসে দুরুদুরু বুকে
পাংশু-পাণ্ডুর একচিলতে ভোর;
রুগ্ণ দেহে একদম নেই জোর।
কুয়াশার বালিশে ঐ কুঁড়ে আকাশটা
নিশ্চিন্ত ঘুমিয়ে পার করে দিনটা;
অসহায় সূর্যটাও থরথর কেঁপে
প্রাণপণ ওম চায়, ঈশ্বর জপে!
শিশু-বুড়ো সবি' যে সৈনিক যুদ্ধের
যা আছে তা নিয়েই প্রস্তুতি রণের;
নেই কোন গতি আজ দরিদ্র-সর্বহারার
দুর্দিনে তাই আর কে রাখে খোঁজ কার?