আজ জানুক সত্য যা,
ঠিক জানুক সবাই; আমি কোন লম্পট নই।
মোটেও উষ্ণতা কিংবা নোনতার কোন লোভ নয়,
বরং সেই অস্তিত্বই ছিলো আবেশময়!
তার হৃদয়ের ঘ্রাণ;
শালুকের ঝিলের মতো চোখ; চোখের ভাষা;
বাহুর ছাই রঙ লোম আর-
পানিফল রঙ পালিশহীন নখই নেশাতুর করেছিলো;
দিশাহীন হয়েছিলো এ চোখ;
পথভোলা ক্লান্ত শ্রান্ত বেদুইন আমি!
আসলে সে অনেকটাই নদীর মতো ছিলো
অন্তত আমার কাছে;
চৈত্রের পীচগলা দিনে তৃষ্ণার্ত দাঁড়কাক
যেভাবে সর্বস্বত্ব অধিকার পায় -
কোমল নদীর যত্রতত্র ঠোঁট ছোঁয়াবার,
ঠিক তেমনি ছুঁয়েছে তারে এই বিরাণ প্রাণ;
হাতছানি দিয়েছি তার সমস্ত অস্তিত্ব বরাবরে;
ছুঁয়েছে হৃদয় গভীরে!
অতঃপর কোন যৌক্তিক ঝড়ে নিখোঁজ হলে
তার লাজুক মন!
তাও ছিলো নিখাদ কার্যকারণে
কিংবা ছিলো অমোঘ সময়ের প্রয়োজনে।
তবু কেন অভিসারী বল তারে?