প্রাণের গাঙে নাই দখিনা, পড়েছে পূবাল,
জীবন নৌকোতে দুর্বিসহ নাভিশ্বাস;
বিবেকের মর্গে শুয়ে বীভৎস সব লাশ!
রূদ্ধশ্বাসে হয়রান তামাম প্রাণ।

তবু থেমে নেই প্রহরের ঢেউ গুনাগুনি
এক দুই তিন.........
ধুঁকে ধুঁকে কেটেই যায় দিন,
কায়ক্লেশ পেরোয় মাসের পর মাস;
অতঃপর
ইলিশের বাজার জানিয়ে দেয় নববর্ষের আভাস,
ষোড়শীর গালে জলরঙ ট্যাটু আর আলপনায়
আবার ফিরে আসে পহেলা বৈশাখ।

সুখের মজুদ সেই কবেই শেষ,
তবু যত্রতত্র খোঁড়াখুঁড়ির কমতি নেই,
চারিদিকে নামে সুখ পিয়াসীর ঢল;
সুখের খনিতে লাখো  ডুবুরী-
অবিরাম চলে তলানীর খোঁজ।

আশার ভেলায় ধ্বনিত নতুন স্লোগান,
কষ্টের জেটিতেই কোরাসে গায় আনন্দের গান,
আকুল হাতছানিতে নতুনকে জানায় আহ্বান।

রচনা কাল: ১৪ এপ্রিল ২০১৩ ইং