-
এ
মাটি
যেমন
কোমলও
শ্যামল,ঠিক
তেমনি সজল
এমন।পাবেনা যে
কোথাও এমন ধারা।
লাখো শহীদের শোণিত-
মিশিয়ে একে যে পূণ্য করা!
রোজ অঙ্কুরিত শতেক চারা,
দেখবে এখানেই গড়বে তারা ;
সবা' তরে এক স্বর্গ সুখের ধরা।
দেশ মাতার প্রেমে যারা পাগল পারা;
ভোগ-ভেলায় গা ভাসিয়ে হবে নাকো তারা
আত্মহারা। চল, শপথ করব আজি মোরা,
ঠিক সেই সোনার ছেলেটিকে যেন যায় গড়া।
বয়ে যে যায় বেলা, দিতে হবে এখনই গা ঝাড়া।
হুঁশ আন , কাটবে চারা, জমিতে যে হাজার চোরা!