-
এ
হল
প্রাণের
কথা, নয়
কোন কল্পনা
কিবা রূপকথা।
লাখো শহীদ সদা
আছেন জাগ্রত যেথা;
লাখো মায়ের বুকে জ্বলে-
অকাল ছেলে হারানো ব্যাথা;
কাঁদেন আজো পূত্র হারা পিতা।
লাখো বোনের মান মিশেছে যেথা;
আজো বিধবা বধূ কাঁদে পথে হেথা।
বিশ্বাস কর, এ তো কভু নহে কবিতা,
লাখো ভাইয়ের রক্তে আঁকা অপূর্ব গাঁথা!
কোটি প্রাণের স্বপন মিশে একাকার যেথা
এক সমুদ্র রক্তে কেনা হিরণ্ময় স্বাধীনতা।
*** মহান বিজয় দিবসে সকল কবিকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।
(শ্রদ্ধেয় কবি পলক রহমানের আহ্বানে উৎসাহিত হয়ে প্রথম বারের মতো সৌধ কবিতা রচনার প্রয়াস।)