আহা! এখানেই থাম;
এটা কোন ফাঁকা মাঠ নয়, গোরস্থান!
কিছু কিছুই শুধু পুড়েছিলো তাপে;
আর জ্যান্ত কবর এখানেই অগণিত স্বপন।
না কৃষ্ণচূড়া হতে পারিনি আমি
যাকে ভাঁট ফুলের ঝোঁপ ভাবছো-
সেটাই আমি;
আমার বেঁচে যাওয়া জীবন।
প্রথমে সময়ের কাঁচিই দিয়েছিলো ছেঁটে,
অতঃপর আপনিই নিয়েছি বনসাই রূপ!
শুধুই লাশের ভাগাড়ে বাড়েনি স্তূপ,
এও কম কি!
আর পাশেই সেই ছোট্ট চারাটা......
একটা গাঢ় সবুজ বনস্পতি;
এতদিন আলো জল দিয়েছি;
তারপর নিজহাতেই বনসাই!
ফুল-ফল পেতে নয়, তবুও করেছি-
থাকুক না এখানে সে,
আমার বনসাই বনস্পতি ভালোবাসা।