এবার অনায়াসে ধ্বসে যাবে সহ্যদ্বার
আমি বেহিসেবি হবো আরেক বার,
দেখো, কুরুক্ষেত্র হবে ধুন্ধুমার!
পাঞ্চজন্য শঙ্খ বাজবে আবার।
আততায়ীর হাতে খুন হওয়া বিশ্বাসের শেষ গোলাপটি
হিংসার ফণীল বাসুকী এবার! সিংহদ্বারে সম্পাত!
কে হবে নীলকণ্ঠ?
এফোঁড় ওফোঁড় হবে এই ধরণী নির্ঘাত!
তবু যারপর নাই অবিবেচক হবো-
আসলে এক ঘাত হবে দ্বিগুন প্রতিঘাত।
ভাবনার সিঁধকাঠিতে সময়ের পাঁজর কাটবো;
ফিরিয়ে আনবো ব্যাবিলনের সেই নক্ষত্র-রাত!
দোহাই লাগে,
তোমরা ছেড়ে দাও আমার হাত
আমি না হয় চণ্ডাল হবো!
করুণ চোখে কাঁদবে বে-লাজ ধ্রুপদী চাঁদ!