তুমিতো আছো হেথায় পরম সুখে
দেখনি অগ্নি কভু অভাগার পোঁড়া বুকে!
নির্লিপ্ত চলে যাও ব্যথিতকে দেখে
উপহাসও করো তারি' চরম দুঃখে।
দুর্গম মরু আর পর্বত পাহাড়ে,
কিংবা সুদূর কোন ঝর্ণার তীরে,
জনম যার নির্মম অবহেলা পরে
আছে যে টিকে সেও চরম অনাদরে!
মমতা-প্রেম জমে গিয়ে নিষ্প্রাণ পাথুরে-
আবেগ ঘুমিয়ে থাকে অদৃষ্টের হিমাগারে;
কাটে দিবানিশি নির্মম কোন মরুঝড়ে-
তৃষিত প্রাণ সদা অন্তরে বসত করে!
অলক্ষ্যেই থেমে যায় চলা অবশেষে-
পাথর, কাঁকর কিংবা বালিয়াড়িতে ফেঁসে;
জীবনাবসানেও থাকেনা কোন সুহৃদ পাশে-
কাল-স্রোতই শবযাত্রা বহে তার কায়ক্লেশে।