যদি একটি সমীকরণ
        উপহার হিসেবে দিই,
         সমতাকৃত হবে কি,
           যত প্রশ্নসকল?
যদি জীবন-মরণ যুদ্ধে
        পাশে না থেকেও থেকে,
         বলি মন থেকে,
         ফিরে যেতে নিজের মধ্যে?
যদি দেওয়া ব্যাথাতে
        আদুরে হাত বুলিয়ে,
         মিষ্টিমেখে জড়িয়ে,
           অভিমান কি,
          ঘুচবে প্রভাতে?
যদি সকল প্রহর
           না মেনে বাধা,
           আবদারে কাঁদা,
   জমিয়ে আনে এক শহর ,
         ক্লান্তি তবুও আশা,
            না বলা ভাষা,
      আর উদাসমনে হাসা।

এই জীবন কি অথৈ জলে ভেসে যাবে?
বলো,,,প্রতিদান কোথায় যাচ্ছে তবে?