ভোর হলে,ভোরবেলা আমি --
এই আমি বসে জানালার ধারে
দুপুর হলে,দুপুরবেলায়--
মুখফাটা রোদ আর বুকফাটা গরম
যায় চলে যার যার ব্যস্তজীবন-----

ছোটখাটো ছেলেপুলে দিঘিতে নামে
আটসাট হয়ে সব সাঁতার শিখে
পানিতে দিয়ে ছুট ফুটবল মেরে
খেলা খেলে যেন সেটা খেলার মাঠ!

সাংসারিক গৃহিণীরা ব্যস্ত হয়ে
দেয় জোড়ে দৌড়াদৌড়ি রান্না নিয়ে
একত্রে তারা রাঁধে ভাত তরকারি
রাস্তাটা ফের হয় বাজারের হাট!

কাজছাড়া যুবক কতক দাড়িয়ে দাড়িয়ে
হাক ডাকে তারা সুমধুর সুর হারিয়ে
গল্পে গল্পে সন্ধ্যা হয় দুপুর গড়িয়ে
নিস্তব্ধতায় ভরে ফের পুকুর ঘাট!