দুখের পাথার আমি বইবো,
সুখের সেবা তোমরা পেও।
রাতের বিভীষিকায় আমি এগোবো,
দিনের দেখা তোমরাই নিও।
মালির সেই,,,
আপন হাতে গড়া গোলাপের তোড়া,
কাটাগুলো আমার তরে থাকুক,
তোমাদের প্রাপ্য ওই নিষ্পাপ ফুলজোড়া।
শুধুই চাই,,,
আমার প্রতি তোমাদের ভালোবাসা জাগুক।