পাড়ার হাটের পুকুর ঘাটের
  সে যে কি ব্যস্ততা
  মনে করি খেলার মাঠের
আমার দেহের সুস্থতা
নয়নাভিরাম মুগ্ধতায় শুরু হতো ভোর
সকালবেলা বই পড়ে স্কুলে তে দৌড়
বিকেল বেলা বাড়ি ফিরে পাড়ায় পাড়ায় দৌড়
আসলে ফিরে মা দিত কানটা টেনে মোর
ছুটির দিনে বেড়াই আমি সারাদিন ধরে
মা বলে-
"কোথায় যাচ্ছিস লিমা পড়ালেখা না করে?"
মৃদু ভয়ে এসে আমি টেবিলে চাপি
উঠে যায় পড়ালেখা করে মাপি-মাপি
দিনভর দৌড় এই আমার ব্যস্ত জীবন
আসে আর যায়,আহা!এই হলো ভুবন
কি আর করা যেই নিয়ম চলে জীবনে
সে নিয়ম না মেনে যাব কই আর ভুবনে
এইতো ট্রাজেডি প্রতি মুহূর্তে বর্তমান হারায় বলে
হারানো দিনকে আর ফিরে পাওয়া যায় না বলে....🥺