প্রতিটি সমীকরণিক অভেদের সমাধান আছে
দেখো প্রিয়,অপেক্ষায় দন্তহীন হাসি,
চামড়ার ভাজে,ভঙ্গুর অস্থি
প্রিয়া হবার অধিকার সবারই আছে,নেই শুধু আমার
হলো একটি উন্মন মনে হতাশার সৃষ্টি
তবু অভেদের চিরকালই সমাধান আছে ,,
তুমি সুখী হয়েছিল,
অতএব,অভেদ সিদ্ধের মাঝে আমায় নির্ণিত করলেনা
তাইতো,ব্যতিক্রমে পরিহার্যতা পেয়েছি
তবুও দেখো প্রিয়,সমাধান রাস্তা খুঁজে চলেছে
তাই, তোমার শুভাকাঙ্ক্ষীর ছলছল হাসি, ওর
হৃদয়হরণ মরিচীকায়
আমার নিশ্বাস আটকে গিয়েছে
কিন্তু
ব্যতিক্রমীর যে ঠাঁই নেই
ঠাঁই নেই
আজ,আবারো অভেদ প্রতিস্থাপিত হয়েছে
অনির্ণেয় র বদলে 'সে' নামক প্যারামিটার
হ্যাঁ,ঠিকই আজ অভেদ প্রতিস্থাপিত হয়েছে
এইরূপেই অভেদদ্বয় সমাধান ছাড়া সমাধান রূপে
ইতিহাস হয়ে রয়
যার কাহিনী তিনটি শব্দে আবদ্ধ,আদতে অর্থে নয়।